বেরোবির কাছে পীরগঞ্জ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হস্তান্তর
News
December 14, 2025
Details
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাধ্যমে ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্তে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটির দায়িত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদের কাছে বুঝিয়ে দেন । এ সময় উপস্থিত ছিলেন বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেরস কমলেশ চন্দ্র রায়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালনার মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টারটি।
Top BRUR News
News
November 27, 2025