Medical Center

 

   
 

Doctor In charge of the Medical Center

Dr. A.M.M. Shariar

Deputy Chief Medical Officer (Dental Surgeon)
 
 
   

 

 

 

মেডিকেল সেন্টারের সুবিধাবলিঃ
১। শিক্ষার্থীদের মেডিকেল কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২। শিক্ষার্থীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

৩ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল সেন্টারের সেবা সমূহঃ
১। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ও সরকারী ছুটি ব্যাতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

আউটডোর সার্ভিসের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২। ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান হয় ( এ্যাম্বুলেন্স -০১৩১৩-০১৩৩৬৬)

৩। ই.সি.জি. ব্লাড প্রেসার , ডায়াবেটিকস নির্ণয় পরীক্ষা সহ জরুরী চিকিৎসা সেবা প্রধান করা হয়।

জনবলঃ

চিকিৎসক

  1. এম,বি,বি,এস-০৩ জন
  2. বি,ডি,এস -০১ জন

সিনিয়র নার্স -০১ জন

সিনিয়র প্যাথলজি টেকনিশিয়ান -০১ জন

ই,সি,জি টেকনিশিয়ান -০১ জন

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর -০১ জন

সহকারী  স্টোর কিপার -০১ জন

এম,এল,এস ,এস -০৩ জন

মাস্টার রোল -০১ জন