মেডিকেল সেন্টারের সুবিধাবলিঃ
১। শিক্ষার্থীদের মেডিকেল কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২। শিক্ষার্থীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
৩ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল সেন্টারের সেবা সমূহঃ
১। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ও সরকারী ছুটি ব্যাতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
আউটডোর সার্ভিসের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২। ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান হয় ( এ্যাম্বুলেন্স -০১৩১৩-০১৩৩৬৬)
৩। ই.সি.জি. ব্লাড প্রেসার , ডায়াবেটিকস নির্ণয় পরীক্ষা সহ জরুরী চিকিৎসা সেবা প্রধান করা হয়।
জনবলঃ
চিকিৎসক
- এম,বি,বি,এস-০৩ জন
- বি,ডি,এস -০১ জন
সিনিয়র নার্স -০১ জন
সিনিয়র প্যাথলজি টেকনিশিয়ান -০১ জন
ই,সি,জি টেকনিশিয়ান -০১ জন
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর -০১ জন
সহকারী স্টোর কিপার -০১ জন
এম,এল,এস ,এস -০৩ জন
মাস্টার রোল -০১ জন